বারুইপাড়ায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং চালু
প্রকাশ: ২৮ আগস্ট ২০২১, ১৯:৩১ | আপডেট : ৯ জানুয়ারি ২০২৫, ১৫:৫৭
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং চালু করা হয়েছে। শনিবার দুপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ফকিরহাট শাখার ব্যবস্থাপক রুহুল আজাদ বারুইপাড়া বাজারে এই শাখার উদ্বোধন করেন।
এসময়, বারুইপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোড়ল হায়দার আলী, বারুইপাড়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুজিবুর রহমান, কাপুরপুরা কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ শুকুর আলী, বাড়ুইপাড়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা গোলাম মোস্তফা, পল্লী বিদ্যুতের অবসরপ্রাপ্ত ডিজিএম খান আতাউর রহমান, মোঃ ফারুক হোসাইনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত