বাবিলের অভিষেক, আনুশকার ফেরা
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২২, ১১:৩২ | আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৫:১১
অনভিতা দত্ত পরিচালিত কলা সিনেমাটি সদ্য মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। ‘কলা’ ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, তৃপ্তি ডিমরি, আর বাবিল খান।
এই ছবির মাধ্যমেই প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খানের ছেলে বাবিলের বলিউডে অভিষেক হলো। চার বছর পর আবার পর্দায় ফিরলেন আনুশকা।
এই ছবিতে চল্লিশের দশকের নায়িকার বেশে দেখা গেছে তাঁকে। আনুশকার ভক্তরা তাঁকে দীর্ঘদিন পর পর্দায় দেখে খুশি। আনুশকাও তাঁর এই নতুন বেশ নিয়ে দারুণ উচ্ছ্বসিত। ‘কলা’ ছবির ‘ঘোড়ে পে সওয়ার’ গানে দেখা গেছে এই বলিউড নায়িকাকে। বলিউড অভিনেত্রী আনুশকা এর আগে কলার নায়িকা তৃপ্তি আর পরিচালক অনভিতা দত্তের প্রশংসা করেছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত