বাবা হচ্ছেন সিয়াম আহমেদ
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২১, ১১:১২ | আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৪
'দশটি ছোট আঙুল, দশটি ছোট খেলনা, ভালোবাসা এবং আশির্বাদে আমাদের পরিবার বেড়ে উঠছে, বিশুদ্ধ আত্মা, খুব মিষ্টি আর নতুন, একটি ছোট্ট জীবন, একটি স্বপ্ন সত্যি হয়ে আসছে'- এমন লেখা দিয়েই নিজের বাবা হওয়ার আভাস দিলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ।
শনিবার দিবাগত রাত ১০টায় নিজের ফেসবুকে স্ত্রীর সঙ্গে একটি ছবি দিয়ে এই ক্যাপশন লিখেছেন সিয়াম। সেই সঙ্গে 'আলহামদুলিল্লাহ' লিখে জানালেন স্রষ্টার প্রশংসাও৷
ছবিটি পোস্টের সাথে সাথেই তা সিয়ামের ভক্ত-অনুরাগীদের নজর কেড়েছে। ২০ মিনিটের মধ্যেই ছবিটিতে লাইকের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। স্ট্যাটাসে বাবা হওয়ার ইঙ্গিত দিলেও বিস্তারিত কিছু জানাননি এ নায়ক।
প্রসঙ্গত, ২০১৮ সালের ডিসেম্বরে প্রেমিকা শাম্মা রুশাফি অবন্তীকে বিয়ে করেন সিয়াম আহমেদ।
এদিকে নায়ক সিয়ামের 'মৃধা বনাম মৃধা' সিনেমাটি মুক্তি পেয়েছে গেল ২৪ ডিসেম্বর। রনি ভৌমিক পরিচালিত এ সিনেমায় সিয়ামের সঙ্গে আছেন নোভা, তারিক আনাম খান, সানজীদা প্রীতিসহ অনেকেই।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত