বাবরকে টপকে শীর্ষস্থান দখলে রিজওয়ানের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২২, ১৫:৫৫ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১২:০২

ফাইল ছবি

বাবর আজম র‍্যাংকিংয়ের শীর্ষস্থান যে হারাচ্ছেন, তার আভাস এশিয়া কাপ থেকেই মিলছিল। টুর্নামেন্টে নিজের ছায়া হয়ে থেকেছেন। বিপরীতে তিন ম্যাচে ১৯২ রান করেছেন সতীর্থ মোহাম্মদ রিজওয়ান। যার পুরস্কার হিসেবে বাবরকে টপকে টি-টোয়েন্টিতে ব্যাটারদের শীর্ষস্থান দখলে নিয়েছেন তিনি।   

এশিয়া কাপে এখন পর্যন্ত সর্বোচ্চ স্কোরার রিজওয়ানই। হংকং, ভারতের বিপক্ষের বিপক্ষে টানা জেতা ম্যাচে ৭৮* ও ৭১ রান করেছেন। তাতেই এক ধাপ অগ্রসর হয়েছেন। বাবর, মিসবাহর পরে তৃতীয় পাকিস্তানি ব্যাটার হিসেবে র‍্যাংকিংয়ের শীর্ষস্থান দখলে নিলেন রিজওয়ান। অথচ ৭ সেপ্টেম্বরের আগে এই স্থানটা বাবর ১ হাজার ১৫৫ দিন নিজের দখলে রেখেছিলেন। এখন তিনি দুই নম্বরে।

ভারতের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং উপহার দেওয়া পাথুম নিসাঙ্কারও অগ্রগতি হয়েছে এক ধাপ। লঙ্কান ব্যাটার তিন ম্যাচে ২০, ৩৫ ও ৫২ রান করে আট নম্বরে স্থান করে নিয়েছেন।

ব্যাটারদের র‍্যাংকিং এ সবচেয়ে বড় ঝাঁপ দিয়েছেন আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ। ১৪ ধাপ এগিয়ে ১৫ নম্বরে জায়গা করে নিয়েছেন। সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৪ রানের ইনিংস তার উন্নতিতে অবদান রেখেছে। অপর দিকে দল হারের বৃত্তে থাকলেও রোহিত শর্মা গতকাল ৭২ রানের ইনিংসে ৪ ধাপ এগিয়ে ১৩ নম্বরে জায়গা করে নিয়েছেন।

বোলারদের র‍্যাংকিংয়ে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে লঙ্কান ও আফগান স্পিনারদেরই। ৩০ রানে ২ উইকেট নিয়ে মুজিব উর রহমান তিন ধাপ এগিয়েছেন। জায়গা করে নিয়েছেন ৬ নম্বরে। যৌথভাবে তার সঙ্গে আছেন আকিল হোসেনও। এশিয়া কাপে মিতব্যয়ী বোলিংয়ে নিজের সেরা সময় কাটাচ্ছেন মাহিশ থিকশানা। ১/২৩, ১/২৯, ১/২৯- তিন ম্যাচের এই বোলিং ফিগারে সেরা দশে ঢুকে গেছেন। ৫ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ৮ নম্বরে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত