বাপুস রংপুর জেলা শাখার বিশেষ বর্ধিত সভা 

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৪, ১০:২২ |  আপডেট  : ১৬ জানুয়ারি ২০২৫, ০৭:৪৯

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) রংপুর জেলা শাখার বিশেষ বর্ধিত সভা শুক্রবার স্থানীয় আহার হোটেল কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

বাপুস জেলা কমিটির সভাপতি আলহাজ¦ আমির আজম চৌধুরী বাবু এর সভাপতিত্বে বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির পরিচালক ও জেলা কমিটির সাধারন সম্পাদক একেএম রেজাউল করিম, জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম লিটন, সহ সভাপতি মোস্তাফিজার রহমান, কোষাধ্যক্ষ শ্যামল সরকার, সদস্য দুলাল সরকার, প্রদীপ সরকার, আঃ জলিল, মোজাক্কের হোসেন লিউ, কাউনিয়া উপজেলা শাখার সভাপতি সারওয়ার আলম মুকুল, পীরগাছা উপজেলা শাখার সাধারন সম্পাদক খোরশেদ কবীর বাবুল প্রমূখ। সভায় কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৫% কমিশনে বই বিক্রি, কম মূল্যে রাস্তার ধারে সমিতির জন্য জমি ক্রয়, জেলা কমিটি পাইকারী ব্যবসায়ী ও বিভিন্ন প্রকাশনের কর্মকর্তাদের সাথে বসে বই বিক্রির বিষয়ে পদক্ষেপ গ্রহন ও আগামী ৩০ জানুয়ারীর মধ্যে লাইসেন্স নবায়ন করার সিদ্ধান্ত সমূহ গ্রহীত হয়।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত