বান্দরবনে ব্যাপক আকারে কলাবতী শাড়ি তৈরির নির্দেশনা প্রধানমন্ত্রীর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৩, ১০:৫৭ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৫১

সোমবার (১৭ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

সভাশেষে বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

সভায় অনির্ধারিত আলোচনার বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বান্দরবানের জেলা প্রশাসক কলাগাছের আঁশ দিয়ে দিয়ে প্রথমবারের মতো সুতা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন। যারা শাড়ী তৈরি করেন, তারা ইতোমধ্যে এ নিয়ে কাজ শুরু করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব এলাকায় বেশি কলাগাছ জন্মে, সেসব এলাকায় যাতে এই শাড়ী তৈরির কাজ শুরু করা হয় সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন।

খুব শীঘ্রই স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তোরণ করতে যাচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যে ট্যারিফ নীতির একটি রোপম্যাপ তৈরি করা হয়েছে , যাতে করে বাংলাদেশি পণ্যের বাজার তৈরি হয়। তাই দেশি পণ্য তৈরি এবং ব্যবহারে আরো মনোযোগী হওয়া প্রয়োজন। এই কাজে কলাবতী শাড়ি একটি বিশেষ ভূমিকা রাখতে পারে। তাছাড়া আমাদের দেশীয় তাঁত, জামদানি টাঙ্গাইল শাড়ির ও বিশ্ববাজারে বেশ কদর রয়েছে। 

তাঁত ও জামদানী


 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত