বাজেটে যুব-নারী অধিকার নিশ্চিত করতে হবে
প্রকাশ: ২৪ মে ২০২২, ১৯:৪৭ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১২:৪৮
দেশের ৫ কোটি ৩০ লক্ষ যুবক রয়েছে। তাই স্থানীয় পর্যায়ে বাজেটে যুবদের বিষয়টি গুরুত্বের সাথে ভাবতে হবে। অর্থনৈতিক সমৃদ্ধি অব্যহত রাখার জন্য যুবদের সঠিক ভাবে কাজে লাগাতে হবে। শুধু বাজেট বাড়ালে হবে না, বাজেট যেন সঠিক ভাবে ব্যয় হয় তাও নিশ্চিত করতে হবে। যুবদের মাঝে সাংস্কৃতিক মূল্যবোধ গড়ে তুলতে হবে।
মঙ্গলবার (২৪ মে) বিকেলে বাগেরহাট প্রেসক্লাব মিলনাতায়নে স্থানীয় পর্যায়ে যুব ও নারী বান্ধব বাজেট প্রণয়ন শীর্ষক এডভোকেসি সভায় বক্তারা এসব কথা বলেন।
বাঁধন মানব উন্নয়ন সংস্থার আয়োজনে ও একশন এইড বাংলাদেশের সহযোগীতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম। এসময় সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজগর আলী, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, বাঁধনের নির্বাহী পরিচালক মঞ্জ্রুল হাসান মিলন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব, সাংবাদিক, বাঁধনের কর্মকর্তা, স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। সভায় যুবরা সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের কাছে তাদের বিভিন্ন প্রত্যাশার কথা তুলে ধরেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত