বাগেরহাট সরকারী বালক ও বালিকা উচ্চ বিদ্যালয় অভিভাবক ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত
প্রকাশ: ২৪ মার্চ ২০২২, ১৯:২২ | আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০২:২৬
বাগেরহাট সরকারী বালক ও বালিকা উচ্চ বিদ্যালয় অভিভাবক ফোরামের নতুনকার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। আগামী দুই বছরের জন্য কমিটির সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাধারন সম্পাদক কল্লোল সরকার ও কোষাধ্যাক্ষ এস এম রাজ নির্বাচিত হয়েছেন ।
বৃহস্পতিবার নতুন কমিটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাগেরহাট সরকারী বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়অভিভাবক ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এর আগে বুধবার (২৩মার্চ) সন্ধ্যায় বাগেরহাট শহরের রেডি অডিটরিয়ামে সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক ফোরাম বিগত কমিটির আহবায়ক আহাদ উদ্দিন হায়দারের সভাপতিত্বে ও সদস্য সচিব কল্লোল সরকারের স ালনায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় ৩১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত