বাগেরহাট সংবাদ

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২০ মার্চ ২০২৩, ১১:৫০ |  আপডেট  : ১৭ জানুয়ারি ২০২৫, ১৩:৩১

মোংলায় ড্রেজারের পাখা পরিস্কার করতে গিয়ে শ্রমিকের মৃত্যু

মোংলা বন্দরে একটি ড্রেজারে কাজ করা অবস্থায় দূর্ঘটনার শিকার হয়ে নদীতে পড়ে শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম নাঈম দেওয়ান [২৮]। বাড়ী মুন্সিগঞ্জ জেলায়। শনিবার [১৮ মার্চ] বিকেলে বন্দরের ৫ নম্বর জেটি সংলগ্ন পশুর নদীতে এ দূর্ঘটনা ঘটে। রাত সাড়ে ৮টায় ওই ড্রেজারের পাখায় জড়িয়ে থাকা নাঈমের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনার সত্যতা নিশ্চিত করে মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র ফায়ার ষ্টেশন কর্মকর্তা মো: আরদেশ আলী বলেন, মোংলা বন্দরের জেটিতে ভাড়ায় নিয়োজিত এ জেড কোম্পানির ‘সিএসডি বোখারি’ ড্রেজারে কাজ করতো নাঈম নামে এক শ্রমিক। শনিবার বিকেলে ওই ড্রেজারের পাখা পরিস্কার করার সময় হঠাৎ তার ওপর পাখাটি খুলে পড়লে নদীতে ছিটকে পড়ে সে। পরে অনেক খোঁজ চালিয়েও সন্ধান মেলেনি তার। এ ঘটনায় বন্দর কর্তৃপক্ষ সন্ধ্যা ৭টায় জানানো হলে নিখোঁজ নাঈমকে উদ্ধারে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। রাত সাড়ে ৮টায় ড্রেজারের পাখায় জাড়ানো অবস্থায় নাঈমের লাশ উদ্ধার করে তারা। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা [ওসি] মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন ড্রেজারের শ্রমিকের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যপারে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

 ভিয়েতনাম থেকে মোংলায় এলো বঙ্গবন্ধু রেল সেতুর মালামাল

বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজের মেশিনারি পণ্য নিয়ে আশা পানামা পতাকাবাহী জাহাজ ‘এম ভি এভার চ্যাম্পিয়ন’ রবিবার [১৯ মার্চ] সকাল ১০টায় মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙ্গর করে। সেতুর ১৪১১ দশমিক ৬২৯১ মেট্রিকটন পণ্য নিয়ে জাহাজটি গত ৭ মার্চ ভিয়েতনামের হাই ফং বন্দর ছেড়ে আসে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ এই তথ্য জানায়। জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্স লিমিটেডের অপারেশন ব্যবস্থাপক শওকত আলী বলেন, গত ৭ মার্চ ছেড়ে আসা ১৪৪ প্যাকেজের এক হাজার ৪১১ দশমিক ৬২৯১ মেট্টিকটন মেশিনারি পণ্য নিয়ে জাহাজটি মোংলা বন্দরে সকালে আসে। এখন জাহাজ থেকে সেই পণ্য খালাস চলছে। দুই দিনের মধ্যে খালাস শেষে নৌ পথে সেগুলো যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলওয়ে সেতু কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে। এর আগে এই সেতুর মেশিনারি পণ্য নিয়ে গত মার্চ মোংলা বন্দরে আসে হাইডং-৯ জাহাজ। এ জাহাজে ১৭১ প্যাকেজের এক হাজার ৫৫৬ মেট্রিকটন মেশিনারি পণ্য আসে। সেগুলোও ইতোমধ্যে সেতু কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। 

বাগেরহাটের ঘর থেকে দাঁড়াশ সাপ উদ্ধার, বনে অবমুক্ত 

বাগেরহাটের শরণখোলায় বসত ঘর থেকে ৬ ফুট লম্বা একটি একটি দাঁড়াশ উদ্ধার করা হয়েছে। রবিবার [১৯ মার্চ] সকালে উপজেলার চালরায়েন্দা গ্রামের কালাম জমাদ্দারের বসত ঘরের বাড়ান্দা থেকে সাপটিকে উদ্ধার করা হয়। পরে সুন্দরবনে অবমুক্ত করা হয় সাপটিকে। সুন্দরবন পুর্ব বন বিভাগের শরণখোলা স্টেশন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, বাড়িরর মালিকের খবরে স্থানীয় সামসু গারুলী নামের এক ব্যক্তি সাপটি আটক করেন। পরে বনরক্ষী, ওয়াইল্ড টীম ও বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সদস্যরা সাপটিকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন। দুপুরে শরণখোলা রেঞ্জ সংলগ্ন বনে অবমুক্ত করা হয় সাপটিকে। দাড়াস সাপটি প্রায় ৬ ফুট লম্বা। দাড়াশ সাপ সাধারণত ধান খেতে থাকে। এরা ঈদুর খেয়ে জীবন যাপন করে। সাপগুলো মানুষের তেমন কোন ক্ষতি করে না। আমরা সাপটিকে বনে অবমুক্ত করেছি। 

বাগেরহাট অপরাজিতা নেটওয়ার্কের কমিটি গঠন

বাগেরহাট সদর উপজেলা অপরাজিতা নেটওয়ার্কের কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার [১৯মার্চ] সকালে বাগেরহাট রূপান্তর জেলা অফিসে সুইজারল্যান্ড সরকারের সহায়তায় ও হেলভেটাস সুইস ইন্টারকো-অপারেশনের তত্ববধানে রূপান্তর কর্তৃক বাস্তবায়নাধীন অপরাজিতা প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীনে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহেলা পারভীন। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী সুবল ঘোষ টুটুল। সভাটি সঞ্চালনায় ছিলেন শিল্পী আক্তার। সার্বিক সহযোগিতা ছিলেন জেলা প্রোগ্রাম সমন্বয়কারী মোঃ আতাবুর রহমান টিপু। কমিটিতে যারা নবনির্বাচিত হয়েছেন : সভাপতি- রহিমা খাতুন, সহ-সভাপতি খাদিজা পারভীন শিলা, সাধারণ সম্পাদক- তানজিলা খাতুন, সহ-সাধারণ সম্পাদক আমেনা বেগম মুক্তা, কোষাধ্যক্ষ দুলালী আক্তার, নির্বাহী সদস্য ১৪জন। মোট ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত