বাগেরহাট সংবাদ

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৩, ১২:১৬ |  আপডেট  : ২৩ জানুয়ারি ২০২৫, ১৫:৫৬

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার বাগেরহাট সদর উপজেলা কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল খারদ্বারস্থ সংস্থার কার্যালয়ে জেলা শাখার সাধারন সম্পাদক সৈয়দ শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সাধারন সম্পাদক এস এম রাজ, কোষাধ্যাক্ষ সৈয়দা তৈফুনাহার, নির্বাহী সদস্য এ্যাডভেকেট আব্দুল্লাহ আল মামুন, সংস্থার পৌর শাখার সভাপতি কল্লোল সরকার। সভা শেষে সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিত্বে এ্যাডভোকেট মাহবুব মোর্শেদ লালনকে সভাপতি ও অধ্যক্ষ মো: শুকুর আলীকে সাধারন সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ঠ বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার বাগেরহাট সদর উপজেলা শাখা গঠন করা হয়। এসময় নবগঠিত কমিটির সহ-সাধারন সম্পাদক সুরাইয়া আক্তার, ইমরুল কবির রোমেল, দপ্তর সম্পাদক আলভিনা মেহেজাবিন, মহিলা বিষয়ক সম্পাদক হায়াতুনেছা মুন্নিসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
 

বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্ট ( রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র) এর চোরাই তামার তারসহ দুই যুবককে আটক করেছে আনসার ব্যাটালিয়ন। বুধবার(১৫ মার্চ) সকালে বিদ্যুৎ কেন্দ্রের পূর্ব পাশ থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫০ কেজির অধিক কপার ক্যাবল , ১টি ক্যাবল কাটার ও ১টি স্মার্ট ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কপার ক্যাবলের আনুমানিক মুল্য ৭৫ হাজার টাকা। আটক হওয়া যুবকরা হল, বাগেরহাটের রামপাল উপজেলার সেনাকুর গ্রামের ফিরোজ শেখের ছেলে মোঃ ইউসুফ শেখ এবং আদাঘাট গ্রামের বারেক গাজীর ছেলে মো: ইমরুল গাজী। ৩ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথ বলেন, উদ্ধারকৃত মালামালসহ আটক চোরদের পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে রামপাল থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ২০২২ সালের মে মাস থেকে ৫৩টির অধিক অভিযানে প্রায় ৬৪ লক্ষ ৫৭ হাজার ৩শ টাকার চোরাই মালামাল ও ৪৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত