বাগেরহাট যদুনাথ স্কুল এ্যান্ড কলেজের একাদশ শিক্ষার্থীদের নবীন বরণ
প্রকাশ: ৯ মার্চ ২০২২, ১১:৩৮ | আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১৬:৪১
বাগেরহাটের যদুনাথ স্কুল এ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৮ মার্চ) সকালে কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত নবীন বরণে প্রধান অতিথি ছিলেন, বাগেরহা-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়। যদুনাথ স্কুল এ্যান্ড কলেজের সভাপতি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মুছাব্বের“ল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, যদুনাথ স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডল, বাগেরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশির“ল ইসলাম, সাধারণ সম্পাদক ইবনে মিজান হীরু, পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আবু তাহের প্রমুখ।
বক্তারা বলেন, করোনাকালীন সময়ে দেশের শিক্ষার্থীরা কিছুটা পিছিয়ে পড়েছে। প্রধানমন্ত্রীর অক্লান্ত চেষ্টায় দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। যার ফলে শিক্ষার্থীরা আবারও বিদ্যালয়ে আসতে পারছেন। এখন বেশি বেশি পড়া-লেখার মাধ্যমে শিক্ষার্থীদের পূর্বের সংকট পূরনের পরামর্শ দেন বক্তারা।
নবীন বরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উপস্থিত শিক্ষার্থীদের শুভেচ্ছা উপহার হিসেবে বঙ্গবন্ধুর আত্মজীবনী প্রদান করা হয়।অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা নিত্য ও দলীয় সংগীত পরিবেশ করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত