বাগেরহাট ভুয়া নারী পুলিশ সদস্য আটক

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২১, ২০:৩৩ |  আপডেট  : ১৩ জানুয়ারি ২০২৫, ০৬:০৮

বাগেরহাটের ফকিরহাটে পুলিশের পোশাক পরিধান করা এবং পরিচয় দেওয়া নাসরীন খাতুন নামে এক ভুয়া নারী পুলিশ সদস্যকে আটক করেছে পুলিশ।  শনিবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে ফকিরহাট উপজেলার দিয়াপাড়া এলাকা থেকে ফকিরহাট থানা পুলিশ ওই নারীকে আটক করে। আটক নাসরীন খাতুন ফকিরহাটের দিয়াপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলী শেখের মেয়ে। তিনি ঢাকায় থাকেন এবং মাঝে মধ্যে পুলিশের পোশাক পরে এলাকায় আসতেন।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ মোহাম্মদ খায়রুল আনাম বলেন, ফকিরহাটের দিয়াপাড়া এলাকা থেকে পুলিশ পরিচয় দেওয়া নাসরীন খাতুন নামে এক নারী প্রতারককে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে পুলিশের পোশাক উদ্ধার করা হয়। আটক নাসরীনের বিরুদ্ধে ফকিরহাট থানায় প্রতারণা মামলার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত