বাগেরহাট ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১০ অক্টোবর ২০২১, ০৯:৪৮ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ০৮:০৯

বাগেরহাটের ঐতিহ্যবাহি সেবাধর্মী সংগঠন বাগেরহাট ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সভাপতি বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সাংগঠনিক নিরীক্ষা প্রতিবেদন পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক আহাদ উদ্দিন হায়দার। আয় ব্যয়ের হিসাব তুলে ধরেন কোষাধ্যক্ষ সরদার ওমর ফারুক।

১৯৮১ সালে বাগেরহাটের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের এককালীন শিক্ষাবৃত্তি, বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য গুণীজনদের সংবর্ধনাসহ নানা পর্যায়ের মানুষদের কাজের স্বীকৃতি দেয়ার অঙ্গীকার নিয়ে বাগেরহাট ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। তারই ধারবাহিকতায় গত চার দশক ধরে এই সংগঠনটি কাজ করে যাচ্ছে।

এসভায় বিশেষ অতিথি ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ খোন্দকার রিজাউল করিম, বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা। বাগেরহাটের বিভিন্ন শ্রেণি পেশার ২৭১ জন সদস্য রয়েছেন। এরমধ্যে আজীবন সদস্য রয়েছেন ২৪৮ জন।

সাধারণ সভায় সংগঠনের সদস্যরা বলেন, বাগেরহাট ফাউন্ডেশন যে উদ্দেশ্যে নিয়ে যাত্রা শুরু করেছিল তা অবিচল থাকবে। মহামারি করোনার সময়ে কর্মহীন হয়ে পড়া সংগীত শিল্পী, সাংবাদিক, কিন্ডার গার্টেনের শিক্ষকসহ দরিদ্র মানুষদের আর্থিক ও খাদ্য সহায়তা করেছে। জেলার অনেক দরিদ্র মেধাবী রয়েছে যাদের মাসে মাসে একটা খরচের টাকা প্রয়োজন রয়েছে তা তারা যোগাড় করতে পারেন না। এসব দরিদ্র মেধাবীদের খুঁজে বের করে তাদের আগামীতে শিক্ষাবৃত্তি দেয়ার প্রস্তাবনা তুলে ধরেন। এই সেবাধর্মী সংগঠনের ফান্ডকে আরও কিভাবে বাড়ানো যায় তার উৎস খোঁজার পরামর্শ দেন অনেক বক্তা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত