বাগেরহাট পৌরপার্কে সন্ত্রাসী হামলায় আহত বৈষম্য বিরোধী ছাত্রদের সংবাদ সম্মেলন
প্রকাশ: ১১ আগস্ট ২০২৪, ১৩:৪৫ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৩
বাগেরহাট পৌরপার্কে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ৪ বৈষম্য বিরোধী ছাত্ররা বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে। রবিবার সকাল ১১ টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে তারা আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত হামলাকারীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায়। হামালাকারী চিহ্নিন্ত ৮ সন্ত্রাসী বাগেরহাটের বাসাটি এলাকায় অবস্থান করছে দাবী করে তাদেরকে এলাকার শান্তিকামী মানুষকে যাতে ধরতে সাহায্য করে তার আহ্বান করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা ঝৃর্তিক রায়হান, জানান,গত ৯ আগস্ট বিকেলে বাগেরহাট শহরের পৌরপার্কে তানজিব রাত, সাদমান ইসরাক রাইয়ান, মো. ফারদিন সহ আমরা বেশকজন বসে ছিলাম এসময়ে বাসাবাটি এলাকা ৩/৪ জন বখাটে তাদের উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য করতে থাকে। একপয়ায়ে তারা কজন আমাদের উপর হামলা করলে সংঘর্ষ হয়। পরে সেখান থেকে চলে গিয়ে কিছু পরেই দেশি অস্ত্র, লোহার রডসহ ১০/১২ জনের সন্ত্রসীরা আমাদের মারপিট ও কুপিয়ে আহত করে। হামলায় থাকা সন্ত্রাসীদের মধ্যে বাসাটি এলাকার জালালের ছেলে বাবু, মনার ছেলে রনি, আলমগীরের ছেলে রাকিব, শামীম, জুয়েল, সজীব ওরফে গ্যাস সজীব, সজীব ওরফে কালা সজীবকে আররা চিনতে পেরেছি। হামলাকারীরা এখনো এলাকায় সন্ত্রাসীদের শেল্টারে রয়েছে। তাদের আটক করে আাইনের আওতায় আনার দাবী জানায় বাগেরহাট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জানানো হয় হামালার শিকার ছাত্রদের সাথে ব্যক্তিগত কারো পূর্বের শ্ত্রুতা নেই। হামালাকারীরা এটা বলে নিজেদের সেফ রেখে ঘটনা অন্য দিকে প্রভাবিত করার চেষ্টা করছে। বাগেরহাটের সাধারন ছাত্রজনতা শহরের শান্তি শৃঙ্খলা বজায় রাখাতে দিনরাত কাজ করছে। কিন্ত কিছু সুবিধাবাদী ও কুচক্রমিহল বাসা বাড়িতে হামলা, চাঁদাবাজি, ডাকতিসহ নৈরাজ্য সৃষ্টি করতে তৎপর।সকলের সম্মিলিত প্রচেষ্টায় তারা সন্ত্রাসীদের প্রতিহত করতে পারবে বলে দাবী করেন। সংবাদ সম্মেলন ছাত্র নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন খান আল মামুন, রেজওয়ান শরিফ রাজু, খানমাহাদী বিল্লাহসহ অর্ধশত ছাত্র।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত