বাগেরহাট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি দেলোয়ার হোসেনের ইন্তেকাল
প্রকাশ: ৭ অক্টোবর ২০২১, ১৯:৫৫ | আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০০:৪৩
বাগেরহাট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি সমাজসেবক শেখ দেলোয়ার হোসেন (৭৬) আর নেই। বৃহষ্পতিবার সকাল সাড়ে ছয়টায় বাগেরহাট শহরের আমলাপাড়ার বাড়িতে হ্নদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দেলোয়ার হোসেন মারা যান। তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, নাতি, নাতনিসহ অষংখ্য গুনাগ্রাহি রেখে গেছেন। তিনি বাগেরহাট বক্ষব্যাধি হাসপাতালের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুশফিখার শামস মেননের বাবা ছিলেন। তার মৃত্যুতে চেম্বার অব কমার্স ও চিকিৎসকদের সংগঠন বিএমএ গভীর শোক প্রকাশ করেছে।
বাদ যোহর শহরের স্বাধীনতা উদ্যানে এবং তার গ্রামের বাড়ি কচুয়া উপজেলার গোপালপুর গ্রামে দুই দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দেলোয়ার হোসেনের দাফন সম্পন্ন হবে বলে পরিবার জানিয়েছে।
দেলোয়ার হোসেনের ছোট ছেলে বাগেরহাট বক্ষব্যাধি হাসপাতালের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুশফিখার শামস মেনন বলেন, বৃহষ্পতিবার ভোর সাড়ে ছয়টার দিকে আমার বাবা দেলোয়ার হোসেনের বুকে ব্যাথায় ঘুম ভেঙে যায়। আমি সঙ্গে সঙ্গে বাবার কাছে যেয়ে বুকে গ্যাসের ব্যাথা ধারণা করে একটি গ্যাসের ওষুধ দেই। এর কিছুক্ষণ পরেই তিনি বিছানায় শুয়ে পড়েন। পরে পরীক্ষা করে দেখি তিনি মারা গেছেন। হার্টএ্যাটাকে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারনা করছি।
বাগেরহাট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আনসার সরদার বলেন, ব্যবসায়িদের সংগঠন চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি শেখ দেলোয়ার হোসেন দীর্ঘদিন চেম্বারের নেতৃত্ব দিয়েছেন। তিনি ব্যবসায়িদের কল্যাণে ছিলেন নিবেদিত প্রাণ। তার অবদান অপূরণীয়। তার মৃত্যুতে আমরা শোকাহত।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত