বাগেরহাটে “ইলিশ উৎপাদনে অভয়াশ্রমের প্রভাব”শীর্ষক প্রশিক্ষণ

  নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

প্রকাশ: ২৪ মার্চ ২০২২, ১৯:৩৭ |  আপডেট  : ১৪ জানুয়ারি ২০২৫, ০৫:২০

বাগেরহাটে “ইলিশ উৎপাদনে অভয়াশ্রমের প্রভাব” শীর্ষক তিনদিন ব্যাপি প্রশিক্ষণ শুরু হয়েছে। বৃহস্পতিবার(২৪ মার্চ) দুপুরে সদর উপজেলার বৈটপুরস্থ বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়। বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিলুফা বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এ,এস,এম রাসেল, বেমরতা ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর প্রমুখ।

চাঁদপুরস্থ নদী কেন্দ্রে ইলিশ গবেষণা জোরদারকরণ প্রকল্পের আওতায় তিনদিন ব্যাপি এ প্রশিক্ষণ কর্মসূচীতে জেলা ২৫ জন জেলে অংশ প্রহন করেছেন। এই প্রশিক্ষন কর্মসূচি ইলিশ রক্ষায় ভূমিকা রাখবে বলে জানিয়েছেন বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এ,এস,এম রাসেল। 

প্রশিক্ষন কর্মসূচি উদ্বোধন শেষে চিংড়ি গবেষণা কেন্দ্রের ল্যাব, হ্যাচারিসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত