বাগেরহাটে ১২ কেজি হরিণের মাংসসহ দুই চোরা শিকারি আটক

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৪ মার্চ ২০২৩, ১০:০৪ |  আপডেট  : ২৩ জানুয়ারি ২০২৫, ১২:৫৪

বাগেরহাটের মোংলার নারিকেলতলা এলাকা থেকে হরিণের মাংসসহ দুই চোরা শিকারিকে আটক করেছে স্থানীয়রা।সোমবার (১৩ মার্চ) বেলা ১১টার দিকে মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের নারিকেলতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, চাঁদপাই ইউনিয়নের নারিকেলতলা আবাসন এলাকার সুলতান শরীফের ছেলে ভ্যানচালক বেল্লাল শরীফ (৩২) ও একই এলাকার হাবিবুর রহমানের ছেলে রাজমিস্ত্রি সাদ্দাম হোসেন (৩২)। স্থানীয় ইউপি সদস্য হারুন মল্লিক জানান, গাঁজা নিয়ে কেউ একজন পালাচ্ছে এমন খবর পেয়ে আমি দ্রুত নারিকেলতলার ছোট ব্রীজের গোড়ায় এসে মটর গাড়ি থামিয়ে এদের তল্লাশি করলে তাদের কাছ থেকে হরিণের মাংস পাই। যার পরিমাণ প্রায় ১২ কেজি। পরে মোংলা থানা পুলিশকে খবর দিলে আটককৃতদের থানায় নিয়ে যাওয়া হয়। অভিযোগ উঠেছে সুন্দরবনের অসাধু বনরক্ষীদের সহায়তায় চোরা শিকারিরা প্রায় সুন্দরবন থেকে ফাদ পেতে হরিণ শিকার করে লোকালয়ে এনে গোপনে বিক্রি করছে। হরিণের মাংসসহ দুইজন আটকের ঘটনা নিশ্চিত করে মোংলা থানা ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত