বাগেরহাটে হরিণের মাংসসহ দুই পাচারকারী আটক

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২১, ১৯:০৮ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৩

বাগেরহাটের শরণখোলায় ১৫ কেজি হরিণের মাংসসহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার  (২২ এপ্রিল) ভোরে শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের পানিরঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি হরিণের মাংসসহ ওই দুই পাচারকারীকে আটক করে শরণখোলা থানা পুলিশ।

আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার বকুলতলা গ্রামের আফজাল হাওলাদারের ছেলে আলিরাজ হোসেন (২০) ও একই গ্রামের ইসমাইল হাওলদারের ছেলে রেজাউল হাওলদার (২২)।আটককৃতদেরপূর্বক আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

বাগেরহাটের শরনখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুর রহমান বলেন, সুন্দরবন থেকে হরিণ শিকার করে পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে দুইজন হরিণের মাংস পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছি। পরে তাদের কাছ থেকে ১৫ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।এঘটনায় শরনখোলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত