বাগেরহাটে সোস্যাল ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
প্রকাশ: ২২ নভেম্বর ২০২১, ১৯:৫১ | আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ০৫:১৫
বাগেরহাটে সোস্যাল ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২২ নভেম্বর) সকালে সোস্যাল ইসলামী ব্যাংক বাগেরহাট শাখা কার্যালয়ে কেক কাটা ও দোয়া মাহফিলের মাধ্যমে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
সোস্যাল ইসলামী ব্যাংক বাগেরহাট শাখা ব্যাবস্থাপক মোঃ সানোয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেণ, বাগেরহাট কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মিসেস ফারহানা আক্তার, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সোনালী ব্যাংক লিঃ বাগেরহাট শাখা ব্যবস্থাপক মোঃ জাহিদুল ইসলাম, বাগেরহাট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক অমিয় কুমার সাহা,এ্যাড মোঃ শাহিন সিদ্দিকীসহ সোস্যাল ইসলামী ব্যাংক লিঃ বাগেরহাট শাখার কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকবৃন্দ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত