বাগেরহাটে সুন্দরবন রক্ষার দাবীতে পথ সভা ও নাটিকা প্রদর্শণ
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২১, ২০:০৮ | আপডেট : ৫ জানুয়ারি ২০২৫, ১৮:৪৬
সুন্দরবন রক্ষায় বাগেরহাটে শূণ্য কার্বনভিত্তিক টেকসই উন্নয়ন নিশ্চিত করার দাবীতে পথসভা ও নাটিকা প্রদর্শন করা হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) দুপুরে বাধন মানব উন্নয়ন সংস্থা ও প্রাণ বাংলাদেশের যৌথ আয়োজনে শূণ্য কার্বনভিত্তিক টেকসই উন্নয়নের দাবীতে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে “ফিরিয়ে দেও পৃথিবী”নামের একটি নাটিকা প্রদর্শন করা হয়।
নাটিকার মাধ্যমে তরুন যুবরা মাটি, বায়ু ও পানি দূষনমুক্ত রাখার পাশাপাশি শূণ্য কার্বনভিত্তিক টেকসই উন্নয়ন নিশ্চিত করার দাবী জানায় অভিনেতারা। বাধন মানবন উন্নয়ন সংস্থার বিভিন্ন যুব সংগঠনের সদস্যরা নাটিকায় শিল্পি হিসেব অভিনয় করেন। পরে শূণ্য কার্বনভিত্তিক টেকসই উন্নয়নের দাবীতে পথ সভায় বক্তব্য দেন, বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান, সাংবাদিক আরিফুল ইসলাম,বাধনের মুশফিকুল ইসলাম রিতু, মামুন আহমেদ, ফারজানা ববি, চৈতি রায়, নাজমা সুলতানা প্রমুখ।
আয়োজকরা বলেন, সুন্দরবন বাংলাদেশে ফুসফুস। কিন্তু মানুষ নানা কারণে সুন্দরবনকে ধ্বংস করে দিচ্ছে। সুন্দরবনকে রক্ষার জন্য বাগেরহাটে কার্বন নিঃসরণ বন্ধের কোন বিকল্প নেই। তাই বাগেরহাটে শূন্য কার্বনভিত্তিক টেকসই উন্নয়ন নিশ্চিত করার দাবীতে আমরা এ্ই সচেতনতামূলক আয়োজন করেছি। ভবিষ্যতে আমাদের এই ধরণের আরও কর্মসূচি রয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত