বাগেরহাটে সাবেক যুবলীগ নেতা আব্দুল লতিফ আর নেই

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২১, ১৯:১৮ |  আপডেট  : ২ জানুয়ারি ২০২৫, ১৭:২১

বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ মল্লিক (৫৫) মারা গেছেন। মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। এর আগে সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হলে তাকে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যকালে তিনি এক স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। 

মঙ্গলবার আসরবাদ বাগেরহাট সদর উপজেলার পশ্চিমবাগ গ্রামের নিজ বাড়িতে তার দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে গোটাপাড়া ইউনিয়ন ও সদর উপজেলা যুবলীগের নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত