বাগেরহাটে সাবেক বিজিবি সদস্যের টাকা ছিনতাই

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২২ আগস্ট ২০২১, ১৯:৩৪ |  আপডেট  : ১ জানুয়ারি ২০২৫, ২২:৫৩

বাগেরহাটে সাবেক বিজিবি সদস্য সেখ আবুল কালাম আজাদ (৬৪) এর টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার (২২ আগস্ট) দুপুরে বাগেরহাট শহরের কাজী নজরুল ইসলাম সড়ক দিয়ে হেটে যাওয়ার সময় ধাক্কা মেরে ফেলে দিয়ে হাতে থাকা ব্যাগ থেকে ৭৯ হাজার ৩৮০ টাকা নিয়ে যায় দূর্বৃত্তরা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।

বাগেরহাট সদর উপজেলার কলাবাড়িয়া এলাকার সেখ আবুল কালাম আজাদ বলেন, সোনালী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে পায়ে হেটে কাজী নজরুল ইসলাম সড়ক দিয়ে পুরাতন কোর্ট মসজিদের দিকে যাচ্ছিলাম। নাবিক হোটেলের সামনে পৌছালে ইজিবাইক ও রিকশার ক্রসিংয়ের সময় পিছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে হাতে থাকা ব্যাগসহ ৭৯ হাজার ৩৮০ টাকা নিয়ে যায়। ওই ব্যাগের মধ্যে আরও কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল বলেও জানান তিনি।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মাহমুদ হাসান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।  এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ রয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত