বাগেরহাটে শিশু অধিকার সপ্তাহ-২০২১ এর সমাপনী অনুষ্ঠিত

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১০ অক্টোবর ২০২১, ২০:০৫ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ২৩:২৮

বাংলাদেশ শিশু একাডেমি বাগেরহাট জেলা শাখা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসন বাগেরহাটের সার্বিক সহযোগিতায় ০৭ দিন ব্যাপী অনুষ্ঠিত বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  রবিবার (১০ অক্টোবর) বেলা দুপুরে জেলার এসিলাহা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। 

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দোকার মোহাম্মদ রিজাউল করিম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেখ রাসেল স্মৃতি সংঘের সভাপতি শেখ আজমল হোসেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন প্রমূখ। এর আগে গত ০৪ অক্টোবর বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান। 

সপ্তাহ ব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল শিশুদের সাথে মুক্ত আলোচনা, জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষ্যে আবৃত্তি প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা, পথ শিশুদের নিয়ে আনন্দানুষ্ঠান, শিশু বিকাশ ও প্রাক-প্রাথমিক শিশুদের বিভিন্ন খেলাধুলা ও পুস্তক প্রদর্শনী। সমাপনী অনুষ্ঠানে ৭দিন ব্যাপী আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ৩৯ জন শিশুকে পুরস্কৃত করা হয়। পুরস্কার প্রদান শেষে শিশু একাডেমির শিশু শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত