বাগেরহাটে শিক্ষার্থীকে ফ্যানের সাথে ঝুলিয়ে মারধর, শিক্ষক গ্রেফতার
প্রকাশ: ২২ মার্চ ২০২১, ১৯:২৪ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৯:২৫
বাগেরহাটের রামপালে শিক্ষার্থীকে ফ্যানের সাথে মারধরের মামলায় সৈয়দ মোহাম্মাদ ওসমান গনি (৩০) নামের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২২ মার্চ) রাতে রামপাল উপজেলার ফিলতলা উত্তরপাড়া হাজী আরিফ কেরাতুল কোরআন হাফিজিয়া মাদরাসা এলাকা থেকে ওই শিক্ষককে আটক করে রামপাল থানা পুলিশ। এর আগে সন্ধ্যায় মারধরের শিকার শিক্ষার্থী মোঃ শুকুর শেখের পিতা মোঃ মনি শেখ বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন।
আহত শিক্ষার্থী মোঃ শুকুর শেখ (১১)ফিলতলা উত্তরপাড়া হাজী আরিফ কেরাতুল কোরআন হাফিজিয়া মাদরাসার নজরানা (দেখে দেখে কোরআন পড়েন) বিভাগের শিক্ষার্থী এবং রামপাল উপজেলা গাববুনিয়া গ্রামের মনি শেখের ছেলে।গ্রেফতার সৈয়দ মোহাম্মাদ ওসমান গনি ফিলতলা উত্তরপাড়া হাজী আরিফ কেরাতুল কোরআন হাফিজিয়া মাদরাসার শিক্ষক এবং খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ঝিনাইগাতি এলাকার হাসান আলীর ছেলে।
জানা যায়, ভাল পড়াশুনার না করার অপরাধে রবিবার (২১ মার্চ) সকালে মাদরাসার ফ্যানের রডের সাথে ঝুলিয়ে শিক্ষার্থী মোঃ শুকুর শেখকে মারধর করেন শিক্ষক সৈয়দ মোহাম্মাদ ওসমান গনি।বিষয়টি জানাজানি হলে সন্ধ্যায় ওই শিক্ষার্থীর বাবা রামপাল থানায় মামলা করেন। ওই শিক্ষার্থীর শারীরিক অবস্থা এখন ভাল, সে বাড়িতে রয়েছেন।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মাদ সামসুদ্দিন বলেন, শিক্ষার্থীকে মারধরের অভিযোগের মামলায় আমরা মাদরাসা শিক্ষক সৈয়দ মোহাম্মাদ ওসমান গনিকে আটক করেছি। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত