বাগেরহাটে শিক্ষককের বিরুদ্ধে ছাত্রীর মাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

  স্টাফ রিপোটার,বাগেরহাট

প্রকাশ: ৮ আগস্ট ২০২২, ১৯:২৩ |  আপডেট  : ১৮ জানুয়ারি ২০২৫, ০৫:৫৫

বাগেরহাটের ফকিরহাটে গৃহ শিক্ষককের বিরুদ্ধে ছাত্রীর মাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ওই নারী (৪০) একটি মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত গৃহ শিক্ষককে গ্রেফতার করেছে। মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্ত তারক কুমার বিশ্বাসকে শনিবার দুপুর ১টার দিকে যাত্রাপুরের লাউপালা গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। তিনি গ্রামের নারায়ণ কুমার বিশ্বাসের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৭ জুলাই বিকেল ৪টার দিকে তারক বিশ্বাস ওই নারীর ভাড়া বাসায় তার মেয়েকে প্রাইভেট পড়াতে যান। এ সময় বাসায় আর কেউ না থাকায় নারীকে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় তিনি মডেল থানায় একটি মামলা করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান বলেন, এক নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। আসামিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত