বাগেরহাটে রেজিস্ট্রি অফিসের সেবা বিষয়ক গনশুনানী
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২১, ১৯:২৪ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ১২:৪৪
বাগেরহাটে সার রেজষ্ট্রি অফিসে দলিল নিবন্ধন কার্যক্রমসহ বিভাগীয় কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করনে গনশুনানী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বাগেরহাট সদর রেজিস্ট্রারের কার্যালয়ে প্রথমবারের মতো এই গন শুনানী অনুষ্ঠিত হয় । গন শুনাণীতে চলাকালে নয় উপজেলার সাবরেজিস্ট্রারগন, জেলা বিবাহরেস্ট্রিারের প্রতিনিধি,সেবাগ্রহীতা, সুশীল সমাজের প্রতিনিধি ও গনমাধ্যম কর্মীরা অংশগ্রহন করেন । দলিল দাতা ও গ্রহীতা সাধারন মানুষ তাদের নানান ধরনের বিড়ম্বনার বিষয় তুলে ধরেন । বাগেরহাট জেলা রেজিস্টার মুনিরুল হাসান রাস্ট্রের দেয়া সুযোগ সুবিধা ও জনগন যে সেবা পাবেন তা সকলের সামনে তুলে ধরার পাশাপাশি ভোগান্তি লাঘবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আম্বাস দেন।
গনশুনানী শেষে গেল অর্থ বছরে জেলার নয়টি উপজেলায় জমি রেজিষ্ট্রেশনের সংখ্যা জানানো হয়। জেলা রেজিস্ট্রারের তথ্য অনুযায়ী গেল ভছরে বাগেরহাটে ৩১ হাজার ২শ৯২টি রেজিস্ট্রিকৃত দলিল হয়েছে । যা থেকে আয় হয়েছে ৫৭ কোটি ৮৩লাখ ৬১ হাজার টাকা । নীট লাভ হয়েছে ৫ কোটি ২৮ লাখ ৮৩ হাজার টাকা । এর মধ্যে এই জেলায় ব্যয় করা হয়েছে ২ কোটি ৯২লাখ ৪৯ হাজার টাকা ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত