বাগেরহাটে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক সচেনতা

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২১, ১৮:০৮ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৫, ১৯:৫৪

বাগেরহাটে কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বাগেরহাট শহরের ধানসিড়ি সেমিনার কক্ষে আন্তর্জাতিক প্লাটফর্ম রাইট হেয়ার রাইট নাউ এর সহযোগিতায় ব্রাকের আয়োজনে এই সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। 

সংবাদকর্মী ও ইয়ুথ সদস্যদের নিয়ে অনুষ্ঠিত সচেতনতা মূলক সভায় বক্তব্য দেন, ব্রাকের জেলা সমন্বয়ক মো: জিল্লুর রহমান, জেলা উয়ুথ মবিলাইজার রহিমা খাতুন, বাগেরহাট প্রেসক্লাবেরে সাবেক সভাপতি শেখ আহসানুল করিম, সাংবাদিক শওকত আলী বাবু, আজাদুল হক, ইসরাত জাহান, মামুন আহমেদ, এসএস শোহান প্রমুখ। সভায় যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন প্রয়োজনীয় তথ্য তুলে ধরা হয়। কিশোর-কিশোরীদের যৌন স্বাস্থ্য সম্পর্কে লজ্জা দূর করতে করনীয় বিষয়ে বিসদ আলোচনা করা হয়।

আন্তর্জাতিক প্লাটফর্ম রাইট হেয়ার রাইট নাউ এর সহযোগিতায় বাগেরেহাটসহ দেশের ৯টি জেলায় কিশোর-কিশোরী এবং স্থানীয় জনগনকে যৌন ও প্রজনন স্বাস্থ্য সচেতন করতে কাজ করছে। সচেতন করার পাশাপাশি কাক্সিখত জনগোষ্ঠিকে প্রশি¶নও দিচ্ছে বেসরকারি এই সংস্থাটি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত