বাগেরহাটে মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভা
প্রকাশ: ২৮ মে ২০২২, ১৯:৩৭ | আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ২১:১১
বাগেরহাট জেলা মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মে) দুপুরে রেলরোডস্থ বাগেরহাট জেলা আওয়ামী লীগের জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সীতা রানী দেবনাথের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক জোবেদা মান্নান, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি আফরোজা আক্তার, সাধারণ সম্পাদক এ্যাড. শরীফা খানম, যুগ্ন সাধারণ সম্পাদক তালুকদার রিনা সুলতানা, হাসিনা রহমান, সাংগঠনিক সম্পাদক মোর্শেদা আক্তার, কুচয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কচুয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজমা সরোয়ার, মহিলা আওয়ামী লীগ নেত্রী রাবেয়া রহমান, তানিয়া আক্তার, মল্লিকা রানী দাস, হাসিনা রহমান, আজমিন নাহার, সাগর আক্তার রিনা, কামরুন্নাহার হাই, হোসেনে আরা মিলি, রেহেনা পারভীন প্রমুখ।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু কিছু মানুষ দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সকল অপশক্তির ষড়যন্ত্র রুখে দিবে। ২০২৩ সালের নির্বাচনেও বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে। এজন্য মহিলা আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা।
২০২৩ সালের নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত বর্ধিত সভায় বাগেরহাট জেলা, বাগেরহাট বিভিন্ন উপজেলার শতাধিক নেতাকর্মী অংশগ্রহন করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত