বাগেরহাটে মসজিদ ও এতিমখানার ভিত্তি প্রস্তর স্থাপন
প্রকাশ: ১৩ আগস্ট ২০২১, ১৯:৩৩ | আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৩:২৫
বাগেরহাটে শিমুলবাগ মসজিদ, এতিমখানা ও ঈদগাহ ময়দানের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার আসরবাদ বাগেরহাট সদর উপজেলার বাদেকাড়াপাড়া এলাকায়ে আমেরিকা প্রবাসী শেখ শওকত হোসেন শিমুলের নিজস্ব উদ্যোগে এই ধর্মীয় প্রতিষ্ঠানের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
এসময় সুপ্রিম কোর্টের আইনজীবী আলী আহমেদ খোকন, বাগেরহাট পৌরসভার কাউন্সিলর ফারুক তালুকদার, প্রকৌশলী নিয়াজ মাহমুদ, ইউপি সদস্য মোঃ মুকিত, সাংবাদিক মাহফিজুর রহমান, আরিফুল ইসলাম, আলী আকবর টুটুলসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভিত্তি প্রস্তর স্থাপন শেষে মাওলানা মোহাম্মাদ শাহবুদ্দিন সাবুল বিশেষ মোনাজাত করেন।
আমেরিকা প্রবাসী শেখ শওকত হোসেন শিমুল বলেন, নিজস্ব মালিকানাধীন সাত কাঠা জমির উপর মসজিদ, এতিমখানা ও ঈদগাহ ময়দান নির্মানের উদ্যোগ নিয়েছি। আজ ভিত্তি প্রস্তর স্থাপন করেছি। আশা করি খুব তাড়াতাড়ি সব কাজ শেষ করতে পারব।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত