বাগেরহাটে বেকার যুবকদের নিয়ে আউটসোর্সিং প্রশিক্ষন শুরু

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২১, ১৯:৩৫ |  আপডেট  : ১ জানুয়ারি ২০২৫, ০৯:৫২

বাগেরহাটে ২৬ দিন ব্যাপি আউটসোর্সিং প্রশিক্ষন কোর্স শুরু হয়েছে। বুধবার (১৮ আগস্ট) দুপুরে বাগেরহাট সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করেন বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মোছাব্বেরুল ইসলাম,  ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজগর আলী, জাইকা প্রতিনিধি মাহবুবুল ইসলামসহ প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প"র অর্থায়নে বাগেরহাট সদর উপজেলা পরিষদ প্রকল্পটি বাস্তবায়ন করছে। ২০ জন যুবক এই প্রশিক্ষন গ্রহণের সুযোগ পাচ্ছেন। ২৬ দিনের এই প্রশিক্ষনে অংশগ্রহনকারী যুবকরা আউটসোর্সিং বিষয়ক খুটিনাটি বিষয়ে সম্মক ধারণা পাবেন। প্রশিক্ষন শেষে নিজেকে একজন সত্যিকারের ফ্রিল্যান্সের হিসেবে গড়ে তুলতে পারবে প্রশিক্ষনার্থীরা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত