বাগেরহাটে বিশ্ব কর্মপূজার সমাপ্তি
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২১, ১৯:২৬ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ০৭:২১
র্যালী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বাগেরহাটে বিশ্ব কর্মপূজার শেষ হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) রাতে বাগেরহাট জুয়েলারি মালিক সমিতির ব্যানারে শহরে কর্মকার পট্টি এলাকায় থেকে হাতি ও বাদ্যযন্ত্র নিয়ে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে ভৈরব নদীতে বিশ্ব কর্মপুজার প্রতিমা বিসর্জন দেয়া হয়।
এসব অনুষ্ঠানে বাংলাদেশ জুয়েলারি মালিক সমিতির উপদেষ্টা সঞ্জয় কুমার বকসি, বাংলাদেশ জুয়েলারি মালিক সমিতি, বাগেরহাট জেলা শাখার সভাপতি শ্যামল কুমার সরকার, সহ-সভাপতি নিলয় কুমার ভদ্র, হিন্দু-বৈদ্য খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এ্যাড. মিলন কুমার ব্যানার্জীসহ সনাতন ধর্মালম্বী বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহন করেন। পরে ভৈরব নদীতে বিশ্ব কর্মপুজার প্রতিমা বিসর্জন দেয়া হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত