বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্টে দিন মজুরের মৃত্যু
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২১, ২০:৫৬ | আপডেট : ৯ জানুয়ারি ২০২৫, ১০:২৩
বাগেরহাটের শরণখোলায় বিদ্যুতায়িত হয়ে মোশাররফ ফকির (৪০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) দুপুরে শরণখোলা উপজেলার উত্তর সোনাতলা গ্রামে নিজ বাড়ির আঙ্গিনার গাছ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয় মোশাররফ। পরে স্থানীয়রা উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহত মোশাররফ ফকির শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের নুরু ফকিরের ছেলে। সকালে বাড়ির আঙ্গিনায় একটি গাছ কাটছিল সে। এসময় তার কাটা গাছের একটি ডাল বিদ্যুতের তারের উপর পরে। এতে বিদ্যুতায়িত হয় মোশাররফ।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান বলেন, উত্তর সোনাতলা গ্রামে বিদ্যুতায়িত হয়ে এক দিন মজুরের মৃত্যু হয়েছে। এঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত