বাগেরহাটে বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

প্রকাশ: ১২ এপ্রিল ২০২১, ১৯:১১ | আপডেট : ৪ মে ২০২৫, ১৮:৫৯

করোনা আক্রান্ত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ এপ্রিল) বিকেলে বাগেরহাট শহরের সম্মিলনি মোড়স্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে সামাজিক দূরত্ব মেনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, সাবেক সহ-সভাপতি এ্যাড. আব্দুল হাই, বিএনপি নেতা এ্যাড. আছাদুজ্জামান, হাদিউজ্জামান হীরু, শেখ সাহেদ আলী রবি, মেহেবুবুল হক কিশোর, জেলা কৃষকদল নেতা আসাফুদ্দৌলা জুয়েল, তহিদুল ইসলাম, জেলা মৎস্যজীবি দলের আহবায়ক শহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তানু ভুইয়া, জেলা ছ্ত্রা দলের সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দীপসহ বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সিদ্দিকুর রহমান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত