বাগেরহাটে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ

  স্টাফ রিপোটার,বাগেরহাট

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১৮:৪৯ |  আপডেট  : ১০ মার্চ ২০২৫, ২২:৩৫

বাগেরহাটের রামপাল উপজেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান তুহিনসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ)  দুপুরে রামপাল উপজেলা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামীম।

উপজেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান তুহিনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য আব্দুল হালিম খোকন, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক গোলাম সরোয়ার, শহিদুল ইসলাম, আলী আকবর সম্রাট, প্রায়ত বিএনপি নেতা শহীদ আঃ ছালাম পাটোয়ারির স্ত্রী পাটোয়ারী শীলা পারভীন, মল্লিক মিজানুর রহমান মজনুর স্ত্রী জেসমিন আরা রঞ্জু, আশফাক হোসেনের স্ত্রী সাবেরা জামান, আক্তার চেয়ারম্যানের স্ত্রী চম্পা পাল, বিএনপি নেতা সোয়াইব হোসেন সোহেল, এ্যাড. হুমায়ুন কবির, সারাফাত হোসেন, তরফদার জিল্লুর রহমান, আল আমিন, মিলন আকুঞ্জি, হিরক মনির, লাভলু ফকির প্রমুখ।

বক্তারা বলেন, ৫ আগস্টের পরে দলে বসন্তের কোকিলদের আবির্ভাব হয়েছে। তারা বিভিন্ন স্থানে দখল, চাঁদাবাজি ও মানুষকে হয়রানিতে মেতে উঠেছে। তাদের এসব অপকর্মের বিরুদ্ধে বাঁধা দেওয়ায় উপজেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান তুহিনসহ বিএনপির ত্যাগী নেতাদের উপর ক্ষিপ্ত হয়েছে। এরই ধারাবাহিকতায় নাজমুল শেখ নামের এক ব্যক্তি উপজেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান তুহিনসহ বিএনপির ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আমরা এর প্রতিবাদ জানাই। অবিল¤ে॥^ এই মামলা প্রত্যাহারের দাবি জানান বিএনপির নেতাকর্মীরা।  

সমাবেশে হাফিজুর রহমান তুহিন বলেন, রাজনৈতিক প্রতিপক্ষরা আমাকে হেয় করতে এবং বিএনপির অভ্যন্তরে বিভ্রান্তি ছড়াতে মিথ্যা মামলা দিয়েছে। পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো, কোনো ব্যবস্থা নেওয়ার আগে সঠিকভাবে তদন্ত করুন।

তিনি অভিযোগ করেন, রামপালে বিএনপির অভ্যন্তরে একটি পক্ষ আওয়ামী লীগের দোসর হয়ে দলে বিভেদ তৈরি করছে। তবে যতদিন তিনি আছেন, কোনো সন্ত্রাসী ও নৈরাজ্য সৃষ্টিকারীর ঠাঁই হবে না।

কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য আব্দুল হালিম খোকন বলেন, "হাফিজুর রহমান তুহিন রামপালের বিএনপি নেতাকর্মীদের শেষ আশ্রয়স্থল।  তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। স্পষ্ট জানিয়ে দিতে চাই, এই মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনে নামবে রামপাল বিএনপি।


বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামীম বলেন, "দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা স্পষ্ট বিএনপির অভ্যন্তরে বিশৃঙ্খলা ও দখলবাজদের জায়গা হবে না। রামপালে কোন চাঁদাবাজি ও দখলবাজি চলবে না। যারা এসব করবে এবং অন্যায়ের প্রশ্রয় দিবে তারা বিএনপিতে থাকতে পারবে না। রামপালের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে কঠোর হওয়ার নির্দেষ দেন কেন্দ্রীয় এই নেতা।

এছাড়া সমাবেশ থেকে পবিত্র রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল ও ভেজালমুক্ত খাদ্য উৎপাদন ও বিক্রি করতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানান কৃষিবিদ শামীম।

গেল ৭ মার্চ রামপাল উপজেলার মালিডাঙ্গা গ্রামের বাসিন্দা বিএনপি কর্মী নজমল শেখ বাদী হয়ে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগে উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিনসহ ২৮ জনের নামে মামলা করেন। এসব মামলা আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিন ও সদস্য সচিব কাজী জাহিদুল ইসলামের রাজনৈতিক দ্বন্দের প্রতিক্রিয়া বলে দাবি করেছেন তৃণমূলের নেতাকর্মীরা।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত