বাগেরহাটে বন বিভাগের তদারকির অভাবে সামাজিক বনায়নের সরকারি গাছ উজাড়

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ৪ নভেম্বর ২০২১, ১৯:৩২ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ১৬:৩৯

বাগেরহাটে বন কর্মকর্তাদের সঠিক তদরকি আর অবহেলায় দিন দিন উজাড় হচ্ছে সবুজ বেষ্টনি রক্ষা কবজ সামাজিক বনায়ন। নিয়ম বহির্ভুতভাবে পেশি শক্তির দাপটে সামাজিক বনায়নের সরকারি গাছ কর্তন করছে স্থানীয় এক প্রভাবশালী, এমন-ই অভিযোগ তুলেছে বনায়ন রক্ষা কমিটির সদস্যরা। গত শুক্রবার (২৯ অক্টোবর) সারা দিন কয়েক দফায় বাগেরহাট সদর উপজেলার উজলপুর ওয়াপদার রাস্তার দুই পাশে থাকা কড়াই অর্জুন, সিরিশসহ দেশীয় বনজ বিভিন্ন প্রজাতির অন্তত ১৫টি গাছ কেটে নেয় তারা। সরে জমিনে গিয়ে দেখা গেছে উজলপুর বাজারে স্থানীয় একটি করাত মিলে বিক্রয়ের উদ্দেশ্যে এ সব গাছ রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, উজলপুরের পার্শ্ববর্তী সায়েবার গ্রামের ইজাবুল মোড়ল (৫২) এবং পলাশ মাঝি (৩৫) কয়েকজন শ্রমিক নিয়ে রাস্তার দুই পাশে থাকা সরকারি গাছ কেটে নিয়ে যায়। তাদেরকে আমরা মৌখিকভাবে বাঁধা দিলেও কোন কর্নপাত করেনা। বরং নিজেদেরকে সরকারি দলের লোক বলে স্থানীয়দের ভয় দেখিয়েছেন।

স্থানীয় বনায়ন র¶া কমিটির সদস্য জুলফিকার আলী, লিয়াকত আলী ও ইশারাত ডাক্তার বলেন, সবুজ বেষ্টনী সৃষ্টি ও পরিবেশের ভারসাম্য র¶ার জন্য সরকার বিনামূল্যে গাছ প্রদান করে। আমরা সেই গাছ রোপন করি। যতœও করি। র¶ানাবে¶নের জন্য চেষ্টা করি। কিন্তু প্রতিবছরিই সরকারি রাস্তার এই গাছ একটি প্রভাবশালী চক্র কেটে নেয়। বাঁধা দিলেও তারা কোন কর্নপাত করে না। সামাজিক বন বিভাগের কর্ম কর্তাদের বলেও কোন প্রতিকার পাওয়া যায় না।

সামাজিক বন বিভাগ, বাগেরহাটের বিভাগী বন কর্মকর্তা এস,এম, সাজ্জাদ হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। খোজ নিয়ে দেখি। যদি কোন ব্যক্তি বিনা অণুমতিতে আমাদের গাছ কর্তন করে তাহলে তার বিরুদ্ধে আইন গত ব্যবস্থা গ্রহন করা হবে।

তবে এবিষয়ে গাছ কর্তন কারী ইজাবুল মোড়ল বলেন, আমার ঘেরে ভেঙ্গে পড়েছিল গাছটি। পরে বন বিভাগের লোকেরা নিয়ে গেছে বলে দাবী করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত