বাগেরহাটে বঙ্গবন্ধু-বঙ্গমাতা (অনুর্ধ্ব-১৭) গোল্ডকাপ ফুডবল টুনামেন্টের উদ্বোধন

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২১, ১৯:৫৪ |  আপডেট  : ১৪ ডিসেম্বর ২০২৪, ১১:৩৪

বাগেরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব ১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব -১৭ টুনামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার  বিকালে শেখ হেলাল উদ্দীন স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।  বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাড আমিরুল আলম মিলন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রিজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদুর রহমান,বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, মোঃ সাইফুল ইসলাম খোকন,হায়দার আলী বাবু, ফারুক সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধন অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব ১৭ টুমেন্টের প্রথম ম্যাচে রামপাল উপজেলা বালক দল ও মোড়েলগঞ্জ উপজেলা বালক দল প্রতিদ্বন্দীতা করেন এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব -১৭ টুনামেন্টের অপর ম্যাচে কচুয়া উপজেলা বালিকা দল ও মোড়েলগঞ্জ উপজেলা বালিকা দল প্রতিদ্বন্দীতা করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত