বাগেরহাটে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২২, ১৯:৪১ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ০১:১২

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্ম শতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এটি অনুষ্ঠিত হয়। 

জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সামনে জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুজ্জামান টুকুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  আলোচনা সভায় জেলা এ সময় সাধারন সম্পাদক এ্যাড হেমায়েত উদ্দিন ভুইয়া, সহ সভাপতি এ্যাড শাহ- ই আলম বাচ্চু, এ্যাড ফরিদ উদ্দিন, সরদার সেলিম আহমেদ, সরদার ফখরুল আলম সাহেব, আওয়ামী লীগ নেতা ফজলে সাঈদ ডাবলু, নকিব নজিবুল হক নজু, শেখ বশিরুল ইসলামসহ আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এ সময় চিত্রাঅংকন প্রতিযোগীতায় ১০ জন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। 

পরে আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুজ্জামান টুকু দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকীর কেক কাটেন।

এ দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম শুভ জন্মদিন উদযাপন করেছে বাগেরহাট জেলা বাস মালিক সমিতির আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। বৃহস্পতিবার জোহর বাদ জেলা বাসস্টান্ড জামে মসজিদে  এটি অনুষ্ঠিত হয়। এ সময়জেলা বাস মালিক সমিতির সাধারন সম্পাদক আলহাজ¦ তালুকদার আব্দুল বাকিসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত