বাগেরহাটে প্রাণিসম্পদ প্রদর্শনী
প্রকাশ: ৮ জুন ২০২১, ১৯:৪৬ | আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৮:৪১
বাগেরহাটে প্রাণিসম্পদ প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৮ জুন) দুপুরে বাগেরহাট জেলা প্রাণিসম্পদ হাসপাতাল চত্বরে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বাগেরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে প্রদর্শনীতে হাস, মুরগি, গরু, ছাগল, ভেড়া, কবুতর, পাখি ও বিভিন্ন প্রাণির খাদ্যের ২৭টি স্টল অংশগ্রহন করে। পরে পরে প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে প্রদর্শনীতে আসা বিভিন্ন খামার মালিকদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলামের সভাপতিত্বে প্রাণিসম্পদ প্রদর্শনী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন। আলোচনা সভায় আরও বক্তব্য দেন, বাগেরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ লুৎফর রহমান, বাগেরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, বাগেরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এবিএম জাকির হোসেন প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত