বাগেরহাটে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ, লম্পট পলাতক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২১, ১৯:০১ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ২১:১৬
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বনগ্রামের এক মানসিক প্রতিবন্ধী মেয়েকে (১২) ধর্ষণ করেছে এলাকার এক লম্পট। এ ঘটনায় বুধবার সকালে মোড়েলগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।
এলাকাবাসি ও ভিকটিমের পরিবার জানায়, মোড়েলগঞ্জ বনগ্রামের মা হারা মানসিক প্রতিবন্ধী ওই মেয়েটি মঙ্গলবার দুপুরের দিকে বাড়ির কাছে ঘোরাঘুরি করছিলো। পিতা স-মিলের শ্রমিক। যে কারণে বাড়িতে ছিলেন না। আর সুযোগ বুঝে একই এলাকার শহীদুল সেখ (৩৮) মেয়েটিকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে ধর্ষণ করে। পরে ঘটনা জানাজানি হলে শহীদুল এলাকা থেকে পালিয়ে যায়।
ঘটনাটি মঙ্গলবার বিকেলেই মোড়েলগঞ্জ থানা পুলিশকে জানানো হয়। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
এ বিষয়ে মোড়েলগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে ঘটনার প্রাথমিক তদন্ত করা হয়েছে। মামলা রেকর্ড করে ভিকটিমের ডাক্তারি পরিক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আর আসামি শহিদুল সেখকে গ্রেফতারের চেষ্টা চলছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত