বাগেরহাটে  পিআইবির ৬ দিনব্যাপী প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ৬ মার্চ ২০২২, ১৯:২৬ |  আপডেট  : ১৮ জানুয়ারি ২০২৫, ০৩:০৫

বাগেরহাটে রবিবার প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ [পিআইবি} আয়োজিত ৬ দিনব্যাপী প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির পরিচালক অধ্যায়ন ও প্রশিক্ষন মোহাম্মদ আফরাজুর রহমান।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন প্রেসক্লাব সভাপতি নীহার রঞ্জন সাহা,সাধারন সম্পাদক আব্দুল বাকী তালুকদার। এই প্রশিক্ষন পরিচালনার সমন্নয়কারী পিআইবির  প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম সৈকতের স ালনায়  অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রশিক্ষনার্থী শরনখোলার সাংবাদিক মোহাম্মদ আলী, মোল্লাহাটের সাংবাদিক মোহাম্মদ আলী মোহন। দুটি বিষয়ে ২ ব্যাচে  বিভিন্ন গনমাধ্যমে বাগেরহাট জেলায় কর্মরত ৭০ জন সাংবাদিক  এ প্রশিক্ষনে অংশ গ্রহন করেন। ১ মার্চ  এ প্রশিক্ষন কর্মশালা শুরু হয়। মোবাইল বিষয়ক সাংবাদিকতার এই কোর্সটি শেষ হয় ৩ মার্চ। ১ম ব্যচের এ প্রশিক্ষনে ৩৫ জন সাংবাদিক অংশ গ্রহন করেন। ২য় ব্যাচের প্রশিক্ষন ৪ মার্চ শুরু হয় এবং শেষ হয় ৬ মার্চ বিকালে। এ ব্যাচেও ৩৫ জন সাংবাদিক অংশ গ্রহন করেন। ২য় ব্যাচে অনুসন্ধানমূলক রিপোটিং বিষয়ে প্রশিক্ষন প্রদান করা হয়। ২য় ব্যাচে রিসোর্স পারসন হিসাবে প্রশিক্ষন প্রদান করেন ইনভেস্টিগেশন জার্নালিজিমের প্রধান মোঃ বদরুদ্দোজা বাবু ও বৈশাখী টেলিভিশনের পরিকল্পনা পরামর্শক জুলফিকার আলী মানিক। বাগেরহাট প্রেসক্লাবের ব্যাবস্থাপনায় এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত