বাগেরহাটে নিউ বসুন্ধরা রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক মান্নান আবারও কারাগারে

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২১, ২১:১৮ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ০৬:৩৮

বাগেরহাটে নিউ বসুন্ধরা রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক  মান্নান আবার ও কারাগারে। বাগেরহাটে  দুদকের মামলায় নিউ বসুন্ধরা রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক আ. মান্নান তালুকদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার দুপুরে বাগেরহাট চীফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতে আত্নসমর্পনণ করে বাগেরহাট জেলা প্রশাসনের সাবেক উমেদার আ. মান্নান জামিনের আবেদন করলে বিচারক স্বপন কুমার সরকার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে করাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এরআগে গত ৩ জুন  সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারকের আপিল বে  হাইকোর্টের দেয়া উমেদার মান্নানের জামিন স্থগিত করে দুই সপ্তারের মধ্যে তাকে আদালতে আত্নসমর্পনের আদেশ দেন। রবিবার দুপুরে বাগেরহাট চীফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতে উসস্থিত হয়ে জানান, করোনা লকডাউনের কারনে আদালত বন্ধ থাকায় নির্ধারিত সময়ের মধ্যে তিনি আদারতে আত্নসমর্পণ করতে পারেননি। জামিনের আবেদন জানালে বিচারক  জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এরআগে ২০১৮ সালের ৩০ মে বাগেরহাট মডেল থানায় হায়হায় কোম্পানী নিউ বসুন্ধরা রিয়েল এস্টেটের এমডি আ. মান্নান তালুকদার ও চেয়ারম্যান আনিসুর রহমানের বিরুদ্ধে ১১০ কোটি ৩১ লাখ ৯ হাজার ১৩৫ টাকা ৫৮ পয়সা অবৈধ সম্পদ অর্জন, অপরাধলব্ধ আয় স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের অভিযোগে মামলা করে দুদক। সেই মামলায় হাইকোর্ট উমেদার মান্নানকে জামিন দেয়। 

বাগেরহাট দুদকের আইনজীবী এ্যাডভোকেট মিলন কুমার ব্যানার্জী জানান, বাগেরহাটে নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট নামে একটি হায়হায় কোম্পানী খুলে টাকা আমানতে উচ্চ সুদের প্রলোভন দেখিয়ে দক্ষিণা লের হাজার-হাজার মানুষের কাছ থেকে শত-শত কোটি টাকা হাতিয়ে নিয়ে দ্রুত ‘উমেদার থেকে জমিদার’ বনে যায় বাগেরহাট জেলা প্রশাসনের সাবেক উমেদার আ. মান্নান। রবিবার দুপুরে বাগেরহাট চীফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতে আত্নসমর্পনণ করে ফের জামিনের আবেদন করলে বিচারক উমেদার আ. মান্নানের জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে করাগারে পাঠানোর নির্দেশ দেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত