বাগেরহাটে নারী নেটওয়ার্ক শক্তিশালীকরণ শীর্ষক আলোচনা সভা
প্রকাশ: ১৪ মার্চ ২০২৩, ১০:৩৪ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০১:১৩
অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থার রূপান্তওে আয়োজনে বাগেরহাটে স্থানীয় পর্যায়ে নারী নেটওয়ার্ক শক্তিশালীকরণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৩মার্চ) সকালে বাগেরহাট ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি রিজিয়া পারভীনের সভাপতিত্বে ও অপরাজিতা প্রকল্পের ফিল্ড সমন্বয়কারী শিল্পী আক্তারের সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন জাতীয় মহিলা সংস্থা বাগেরহাটের চেয়ারম্যান এ্যাডভোকেট শরিফা খানম। ওরিয়েন্টেশনের উদ্দেশ্য ও শুভেচ্ছা বক্তব্য তুলে ধরেন বেসরকারী উন্নয়ন সংস্থা রুপান্তরের প্রোগ্রাম সমন্বয়কারী সুবল ঘোষ টুটুল। সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট শাখার সভাপতি এ্যাডভোকেট সীতা রাণী দেবনাথ, মহিলা যুবলীগের সভাপতি এ্যাডভোকেট লুনা সিদিক্কী। এসময় অন্যানদের মধ্যে বক্তৃতা করেন পৌর কাউন্সিলর তানিয়া খাতুন, আসমা আক্তার, জেলা প্রোগ্রাম সমন্বয়কারী মো: আতাবুর রহমান টিপু, সদর হাসপাতালের অন স্টোপ ক্রাইস সেল এর সদর মডেল থানার এসআই মমতাজ প্রমুখ ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত