বাগেরহাটে নানা আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২১, ১৮:৪১ | আপডেট : ৯ জানুয়ারি ২০২৫, ১৫:৪১
বাগেরহাটে নানা আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২১ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় বাগেরহাট জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের হাত ধোয়া প্রদর্শনী ও প্রশিক্ষন প্রদান করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, বাগেরহাটের সিভিল সার্জন ডাঃ জালাল উদ্দীন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার রেজাউল করীম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিক প্রমুখ।
বক্তারা বলেন, সুস্থ থাকতে নিয়মিত হাত ধোয়ার কোনো বিকল্প নেই। মহামারী করোনা এখনো পৃথিবী থেকে বিদায় নেয়নি। এই করোনা প্রতিরোধেও হাত ধোয়া সবচেয়ে বেশি প্রয়োজন বলে জানান অতিথিরা।
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাক ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগীতায় এসব আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকেরা অংশগ্রহন করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত