বাগেরহাটে নব নির্বাচিত ইউপি সদস্যের উপর প্রতিপক্ষের হামলা
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২১, ১৯:১২ | আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ০৮:২৬
নির্বাচনী প্রতিপক্ষের হামলায় বাগেরহাটের রামপাল উপজেলার বাঁশতলী ইউনিয়ন পরিষদের ২ ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য শফিকুল ইসলাম সোহাগ (৩৫)আহত হয়েছেন। মঙ্গলবার রাতে রামপাল উপজেলার গিলাতলা বাজারে প্রতিপক্ষের লোকেরা শফিকুলের উপর হামলা করে। হামলায় গুরুতর আহত অবস্থায় রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে বুধবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় সোহাগকে। আহত সোহাগ রামপাল উপজেলার বরদিয়া গ্রামের এখলাছ আলী শেখের ছেলে। সম্প্রতি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সে উপজেলার বাঁশতলী ইউনিয়ন পরিষদের ২ ওয়ার্ডের সদস্য নির্বাচিত হন।
খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন নবনির্বাচিত ইউপি সদস্য শফিকুল ইসলাম সোহাগ বলেন, আমার সাথে ইউপি নির্বাচনে হেরে যাওয়ার পরে প্রতিদ্বন্দী প্রার্থী মারুফ শেখে আমাকে দেখে নেওয়ার হুমকী দেয়। বিভিন্ন সময় আমাকে মেরে ফেলারও হুমকী দেয় তারা। এর অংশ হিসেবে মঙ্গলবার রাতে গিলাতলা বাজারে শেখ হেলাল উদ্দিন এমপির মা রিজিয়া নাসেরের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল শেষে বাড়ি ফেরার পথে মারুফ শেখ ও তার লোকেরো আমার উপর হামলা করে। মারুফ, মাসুম ও মোস্তাফিজ আমাকে মারধর শুরু করে। তারা আমার মাথায় লোহার রড দিয়ে বাড়ি দেয়। এতে আমার জ্ঞান হারিয়ে যায়। আমি হামলাকারীদের বিচার চাই।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত