বাগেরহাটে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২২, ২১:১২ |  আপডেট  : ১৬ জানুয়ারি ২০২৫, ২১:৪৪

বাগেরগাটে রাস্তার পাশে ধানক্ষেত থেকে রুবেল মোল্লা (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৩ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬টায় সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের মাঝিডাঙ্গা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত রুবেল বাগেরহাট পৌর এলাকার মুনিগঞ্জ মালোপাড়া এলাকার আব্দুস সত্তার মোল্লার ছেলে। সে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।  

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে,এম আজিজুল ইসলাম বলেন, রাস্তার পাশে ধানক্ষেতে লাশ পরে রয়েছে স্থানীয়দের মাধ্যমে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। স্থানীয়রা লাশটি রুবেল নামে এক প্রতিবন্ধি যুবকের বলে সনাক্ত করেছে। ধারনা করা হচ্ছে কোন কারনে রাস্তার পাশে ধানক্ষেতে পরে গিয়ে সে আর উঠতে পারেনি। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।##
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত