বাগেরহাটে দেড় মাস পরে প্রাথমিক বিদ্যালয়ে উচ্ছসিত শিক্ষার্থীরা
প্রকাশ: ২ মার্চ ২০২২, ১৯:৩২ | আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ১৯:৫৮
দীর্ঘ দেড় মাস পরে সারাদেশের মত বাগেরহাটের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসেছে শিক্ষার্থীরা। বুধবার সকালে জেলার প্রতিটি স্কুল শিক্ষার্থীদের পদচারণা মুখরিত হয়। শহরের হরিণখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজী আরিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই পরিক্ষন বিদ্যালয়, কুমোদবাসিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশিরভাগ বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি ছিলে সন্তোষ জনক। তবে অনেক জায়গায় শিক্ষার্থীর অভিভাবকরা না জানার কারণে তাদের বাচ্চাদের বিদ্যালয়ে পাঠাতে পারেনি।
কুমোদবাসিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অন্তর, সিয়াম, সুমাইয়াসহ কয়েকজন শিক্ষার্থী বলেন, অনেকদিন পরে আজ বিদ্যালয়ে আসলাম। খুবই ভাল লাগছে। আমরা প্রতিদিনই স্কুলে আসতে চাই।
হরিণখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাতুল হাফিজ বলেন, বিদ্যালয় বন্ধ থাকার সময়েও আমরা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সাথে যোগাযোগ রেখেছি। যার ফলে শিক্ষার্থীরা আজ সবাই স্কুলে এসেছে। দেড় মাস পরে স্কুলে আসতে পেরে খুশি শিক্ষার্থীরা। আমরাও খুব খুশি অনেক দিন পরে শিক্ষার্থীদের কাছে পেয়ে।
বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুঃ শাহ আলম বলেন, বাগেরহাটের ৯টি উপজেলায় ১ হাজার ১৬২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে ১ লক্ষ ২৪ হাজার শিক্ষার্থী রয়েছে। প্রতিটি বিদ্যালয়ে স্বশরীরে পাঠদান শুরু হয়েছে। প্রথম দিনে ৭০ থেকে ৮২ শতাংশ শিক্ষার্থী বিদ্যালয়ে এসেছে। যেসব বাচ্চারা বিদ্যালয়ে আসেনি, তাদের অভিভাবকদের সাথে শিক্ষকরা যোগাযোগ করা শুরু করেছেন। আসাকরি আগামীকাল থেকে বেশির ভাগ স্কুলে ৯০ শতাংশ শিক্ষার্থী উপস্থিত হবেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত