বাগেরহাটে দুই লাখ ৫০ হাজার টাকার জাল নোটসহ প্রতারক আটক

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২১, ১৮:৪৩ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ১২:০০

বাগেরহাটের কচুয়ায় ২লাখ ৫০ হাজার টাকা মুল্যের জালনোটসহ মো. জাকির শেখ (২৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে কচুয়া উপজেলার বয়ারসিংগা বাজার এলাকা থেকে জাল টাকা কারবারী চক্রের ওই সদস্যকে আটক করে পুলিশ। আটক  মো. জাকির শেখ বাগেরহাট সদর উপজেলার পার নোয়াপাড়া গ্রামের মোঃ আনোয়ার শেখের ছেলে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আভিযান চালিয়ে ২লাখ ৫০ হাজার টাকা মুল্যের জাল টাকাসহ একজনকে আটক করা হয়েছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর সহযোগীরা পালিয়ে যায়। আটক মো. জাকির শেখের বিরুদ্ধে কচুয়া থানায় নিয়মিত মামলা দায়ের পূর্বক শনিবার(৩০ অক্টোবর) আদালতে সোপর্দ করা  হয়েছে। সে  জাল টাকা চক্রের একজন সক্রিয় সদস্য। এর সাথে জড়িত অন্যদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত