বাগেরহাটে ট্রাকের ধাক্কায় সেনা সদস্য নিহত
প্রকাশ: ২৪ মে ২০২১, ১৯:১৭ | আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৬
বাগেরহাটের চিতলমারীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইলিয়াস শেখ (৫৫) নিহত হয়েছেন। সোমবার (২৪ মে) দুপুরে বাগেরহাট-পাটগাতী সড়কের চিতলমারী উপজেলার বড়বাগ এলাকায় পাটগাতিগামী একটি ট্রাক পিছন থেকে ওই সেনা সদস্যকে ধাক্কা দিলে এই দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। তবে চালক ও সহযোগি পালাতে সক্ষম হয়েছেন।
নিহত ইলিয়াস শেখ চিতলমারী উপজেলার পোড়ানালুয়া গ্রামের বন্দর শেখের ছেলে। তিনি সেনাবাহিনীর ল্যান্সকর্পোরাল হিসেবে অবসর গ্রহন করেছেন।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইলিয়াস শেখ (৫৫) নিহত হয়েছেন। আমরা নিহতের মরদেহ উদ্ধার করেছি।আমরা ঘাতক ট্রাকটিকে আটক করেছি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত