বাগেরহাটে জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী পালিত
প্রকাশ: ৩০ মে ২০২২, ১৯:১০ | আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ২৩:৪০
সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বাগেরহাট জেলা বিএনপি। সোামবার (৩০ মে) দুপুরে বাগেরহাট শহরের সরুইস্থ দলীয় কার্যালয়ে জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলমের সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সম্ভাপতি এম এ সালাম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ্যাড.আসাদুজ্জামান, পৌর বিএনপির সভাপতি শাহেদা আলী রবি, যুবদলের সাবেক সভাপতি মেহেবুবুল হক কিশোর, মোল্লাহাট উপজেলা বিএনপির সভাপতি হাজিজুর রহমান হাফিজ, রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন,কচুয়া উপজেলা বিএনপির সভাপতি হাজরা জাহিদুল ইসলাম পান্না,চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি টুলু বিশ্বাস, মোংলা পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলী, সাধারন সম্পাদক মান্নান হাওলাদার, ফকিরহাট উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শফিকুর কালাম কারিম, বিএনপি নেতা মনজুর মোর্সেদ স্বপন, শহিদুল ইসলাম স্বপন, এস এম সাজ্জাত হোসাইন, যুবদলের সহ-সভাপতি নাজমুল হুদা, শ্রমিকদলের সভাপতি আতিয়ার সরর্দার, সাধারন সম্পাদক আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক এলাহি মল্লিক আলম, বাগেরহাট সদর উপজেলা আহবায়ক আবুল কালাম আজাদ বুলু, কৃষকদলের আহবায়ক আছাফুদ্দৌলা জুয়েল, সিনিয়র যুগ্ন-আহবায়ক তৌহিদুল ইসলাম, ছাত্রদলের সাধারন সম্পাদক আলী দ্বীপ, মৎসজীবিদলের আহবায়ক এ্যাড, শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, মহিলাদলের সভাপতি সাহিদা আক্তার, সাধারন সম্পাদক ইভা আক্তার, ছাত্রদলের যুগ্ন-সম্পাদক ফয়ছাল মোর্সেদ, প্রমুখ।দোয়া পরিচালনা করেন মাওলনা সিদ্দিকুর রহমান । অনুষ্ঠানে দোয়া মাহফিল ও আলোচনা সভা শেষে সবার মাঝে তোবারক বিতরণ করেন ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ যখন শাসকের ব্যর্থতায় অস্তিত্ব সংকটে পড়েছিল, সেই সময় জিয়াউর রহমান দেশ পুর্নগঠনে ১৯ দফা কর্মসুচি গ্রহণ করেন। আজ দেশের যে সংকট, তা থেকে উত্তরণের জন্য আমাদেরকে শহীদ জিয়ার রেখে যাওয়া আদর্শকে ধারণ করতে হবে। ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়তে আমাদের সামনে আর কোন পথ খোলা নেই।
অপরদিকে একই সময়ে বাগেরহাট শহরের থানা মোড়স্থ দলীয় কার্যালয়ে জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনয়িার এটি এম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় কমিটির সদস্য শেখ মুজিবর রহমান। এসময় জেলা বিএনপির সিনিয়ার যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম গোরা, লায়ন ড. ফরিদুল ইসলাম, আহবায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা, এ্যাডভোকেট ফারজানা আক্তার নিপা, জেলা যুবদলের সভাপতি মো: হারুন আল রশীদ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রসুল তরফদার নেওয়াজ, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো: আতিকুর রহমান রাসেলসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত