বাগেরহাটে জঙ্গিবাদ রোধে করনীয় শীর্ষক প্রশিক্ষন কর্মশশালা

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৫ আগস্ট ২০২১, ১৯:২৪ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ০৩:২৭

বাগেরহাটে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ, মাদক ও নৈতিক অবক্ষয় রোধে যুবদের করনীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে হয়। বাগেরহাট সদর উপজেলার বারাকপুরস্থ যুব ভবন হলরুমে বুধবার (২৫ আগস্ট) দিনব্যাপি এই প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন।  যুব উন্নয়ন অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক মোঃ মাসুদুল হাসান মালিকের সভাপতিত্বে কর্মশালায় যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কোঅর্ডিনেটর মোঃ জলিলুর রহমান, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজগর আলীসহ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপি এই কর্মশালায় বিভিন্ন শ্রেণি পেশার ৬০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেন।

যুব উন্নয়ন অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক মোঃ মাসুদুল হাসান মালিক বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাধ রোধসহ যুবকদের উন্নয়নের জন্য সরকার নানা উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগের অংশ হিসেবে দিনব্যাপি জঙ্গিবাদ সন্ত্রাসবাদ, মাদক ও নৈতিক অবক্ষয় রোধে যুবদের ভূমিকা শীর্ষক কর্মশালার আয়োজন করেছি আমরা। যুবকরা শতস্ফুর্তভাবে অংশগ্রহন করেছে। আশাকরি এই প্রশিক্ষনের মাধ্যমে যুবকদের মধ্যে মাদক ও বিভিন্ন নেতীবাচক চিন্তা দূর হবে। এছাড়াও যুব উন্নয়ন অধিদপ্তরের যুবকদের দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন ট্রেডে প্রশিক্ষন গ্রহনের সুযোগ রয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত